Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘ফ্যাসিবাদী চক্র রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। রাষ্ট্রীয় সংস্থার যেসব সদস্য নিজ দেশের নাগরিকদের গুম-খুনের সাথে সরাসরি জড়িত এবং দিল্লির পরিকল্পনায় দেশের রাজনীতিতেও নগ্ন হস্তক্ষেপ করে দেশদ্রোহী কাজে যুক্ত, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক পেজে আপলোড করা একটি ছবির (ফটোকার্ড) ক্যাপশনে তিনি এমন মন্তব্য করেন। তাঁর আপলোড করা ছবিটি ছিল জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে থেকে আপলোড করা তাঁর বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড।

ফটোকার্ডের বক্তব্যে তিনি লেখেন, ‘গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার সাথে রাষ্ট্রীয় সংস্থা ডিজিএফআই (DGFI), এনএসআই (NSI), ডিবি (DB), এসবি (SB), সিটিটিসি (CTTC)-সহ পুলিশ ও র‍্যাবের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে বিশেষ তদন্তের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থার যেসব অফিসার ও সদস্যরা অপরাধে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।’

 

সূত্র: https://www.facebook.com/share/16C6EFyXyS/