Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে প্রচারিত একটি বিভ্রান্তিকর বক্তব্যকে ভুয়া হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। তাদের অনুসন্ধানে দেখা গেছে, ‘ডিবিসি নিউজ’-এর লোগোযুক্ত ভুয়া ফটোকার্ড ব্যবহার করে সামাজিক মাধ্যমে বক্তব্যটি ছড়ানো হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানিয়েছে, আলোচিত ফটোকার্ডে দাবি করা হয় নজরুল ইসলাম খান বিএনপি কর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরের বিষয়ে সংযত থাকতে বলেছেন এবং ভবিষ্যতে বাড়িটি ভাঙার দায় বিএনপির ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

ডিবিসি নিউজ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। অন্য কোনো নির্ভরযোগ্য উৎস থেকেও নজরুল ইসলাম খানের এমন বক্তব্যের অস্তিত্ব মেলেনি।

উল্লেখ্য, ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত হয়ে থাকে। সম্প্রতি দেশে ভুয়া খবর, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় এসব যাচাই করে তথ্যপ্রমাণসহ সত্য তুলে ধরার কাজে যুক্ত রয়েছে তারা।

শীর্ষনিউজ