
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে ‘শত্রুতামূলক অভিপ্রায়’-এর বহিঃপ্রকাশ উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের গতি বাড়ানো হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এ তথ্য জানানো হয়েছে।
কিম নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় বলেন, এই মহড়া যুদ্ধ উসকে দেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করতে হবে, বিশেষ করে মহড়ায় তিনি যেসব পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত দেখছেন তার প্রতিক্রিয়ায়।
এই সপ্তাহে শুরু হওয়া বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ায় বৃহৎ পরিসরের সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটেড প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। মহড়াটি চলবে ১১ দিন ধরে, তবে ৪০টি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়ায় মহড়ার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, পিয়ংইয়ং এর প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না।