Image description

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান।

তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপির কোনো একটা প্রোগ্রাম হামলা চালিয়ে পণ্ড করার পর জিয়াউর রহমানের এ ছবি অবমাননা করা হয়েছিল। তিনি প্রশ্ন তুলে জানতে চেয়েছেন যে, এতদিন আগের এই ছবিটি কেন নতুন করে সামনে আনা হল? এছাড়া, তিনি বিষয়টিকে পরিকল্পিত উস্কানির ফাঁদে পা দেওয়া হিসেবে দেখছেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, শহীদ জিয়ার ছবিকে অসম্মান করার একটা ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটা কবেকার এবং কারা করেছে তার কোনো উল্লেখ ও প্রমাণ নেই। বুঝে কিংবা না-বুঝে অনেকেই ওই ভিডিও শেয়ার করছেন।

 মারুফ কামাল খানের পোস্ট

তিনি দাবি করেন, ভিডিওটি নতুন নয় এবং এটি তিনি আগেও দেখেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আমার যদ্দুর মনে পড়ে, এই ভিডিওটা ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি দেখেছি। লীগের গুণ্ডারা বিএনপির কোনো একটা প্রোগ্রাম হামলা চালিয়ে পণ্ড করার পর এই অপকাণ্ড ঘটিয়েছিল।

ভিডিওটি হঠাৎ করে আবার ভাইরাল হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মারুফ কামাল খান প্রশ্ন তোলেন। তিনি বলেন, ওটা হঠাৎ করে আজ কেন ছড়ানো হচ্ছে? কারা ছড়াচ্ছে? উদ্দেশ্য কী? এতে কি শহীদ জিয়ার মর্যাদা রক্ষা হচ্ছে? পরিকল্পিত উস্কানির ফাঁদে কি অনেকেই পা দিয়ে ফেলেছেন?

মারুফ কামাল খানের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হল:

শহীদ জিয়ার ছবিকে অসম্মান করার একটা ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটা কবেকার এবং কারা করেছে তার কোনো উল্লেখ ও প্রমাণ নেই। বুঝে কিংবা না-বুঝে অনেকেই ওই ভিডিও শেয়ার করছেন।

আমার যদ্দুর মনে পড়ে, এই ভিডিওটা ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি দেখেছি। লীগের গুণ্ডারা বিএনপির কোনো একটা প্রোগ্রাম হামলা চালিয়ে পণ্ড করার পর এই অপকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু ওটা হঠাৎ করে আজ কেন ছড়ানো হচ্ছে? কারা ছড়াচ্ছে? উদ্দেশ্য কী? এতে কি শহীদ জিয়ার মর্যাদা রক্ষা হচ্ছে?

পরিকল্পিত উস্কানির ফাঁদে কি অনেকেই পা দিয়ে ফেলেছেন?