
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগে প্রথমবারের মতো উন্মুক্তভাবে বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী আহ্বান করেছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৬৮ জন অধ্যাপক আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
আগামীকাল বুধবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি এসব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শুরু করবে। প্রথম ধাপে কুয়েটের উপাচার্য হতে আগ্রহ প্রকাশ করেছেন সর্বোচ্চ ৪৮ জন অধ্যাপক। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন ২০ জন অধ্যাপক। সার্চ কমিটি বৈঠকে প্রাথমিকভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য ৬ জন করে প্রার্থী বাছাই করতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা পাঠানো হবে প্রধান উপদেষ্টার দপ্তরে। তিনি যাকে যোগ্য মনে করবেন, তাকেই উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতির আদেশক্রমে। শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। তবে যোগ্য প্রার্থীর সংখ্যা কম হলে কম সংখ্যক আবেদনকারীর নামও পাঠানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে, গত ১০ জুন শিক্ষা মন্ত্রণালয় কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছিল।
অন্যদিকে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে একটি উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ পদ্ধতির সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে উপাচার্য পদে নিয়োগ সাধারণত সিন্ডিকেট বা সরকারের সরাসরি সুপারিশের ভিত্তিতে হতো। এখন সার্চ কমিটি গঠন করে তা একটি কাঠামোগত প্রক্রিয়ায় পরিণত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগে একই ধরনের সার্চ কমিটি কাজ করবে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা একটি প্রজ্ঞাপন জারি করে।
সার্চ কমিটির সভাপতি হিসেবে থাকছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে রয়েছেন, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম। প্রয়োজনবোধে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সদস্য কো-অপ্ট করার এখতিয়ারও দেওয়া হয়েছে কমিটিকে।
সার্চ কমিটির কাজ হবে— প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপযুক্ত তিনজনের নামের তালিকা সরকারকে সুপারিশ আকারে পাঠানো। এরপর চূড়ান্তভাবে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। একইভাবে উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও এ কমিটি একইভাবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েটের উপাচার্য হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বা প্রযুক্তি বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেকোনো বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি গ্রহণযোগ্য। প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে অন্তত ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে পিএইচ.ডি ডিগ্রিধারীদের জন্য এই মেয়াদ ১৫ বছর হলেও আবেদনযোগ্য।
অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি নেতৃত্বগুণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা, ছাত্রকল্যাণ কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শিতা হতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এবং গবেষণা ও প্রকাশনায় সক্রিয়তা ছিল অতিরিক্ত যোগ্যতার মানদণ্ড। সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয় ৬২ বছর।