Image description

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মহেশখালীয় পাড়া সমুদ্র সৈকত ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অজ্ঞাত মরদেহটি পরিচয়বিহীন কন্যাশিশুর। মরদেহটি সমুদ্র থেকে ভেসে এসেছে।

পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।