Image description
জেআইসি সেলে গুম-নির্যাতনের মামলা

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে গুম-নির্যাতনের মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম দিনে সাক্ষ্য দিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। জবানবন্দিতে তিনি এ মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপরাপর আসামির বিচার চান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্য গ্রহণ হয়। এদিন মামলার বিচার শুরু সংক্রান্ত সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে বলেন, জাতিসত্তা রক্ষার স্বার্থে গুমের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার। রায়ের এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে শামীম ওসমানের কী ধরনের কথোপকথন হয়েছিল আনুষ্ঠানিক অভিযোগে তাও উঠে এসেছে। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল।

গুমের বিচার কেন গুরুত্বপূর্ণ জানালেন চিফ প্রসিকিউটর : মোহাম্মদ তাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ (সোমবার)। অর্থাৎ গুমের বিচার। গত ১৭ বছরে শেখ হাসিনার আমলে গুমকে সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। এ সময়ে যে কোনো মানুষকে নাই করে দেওয়া যেত। আর এসব কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থাকে ব্যবহার করেছে শেখ হাসিনার সরকার। কিন্তু কোনো জবাবদিহি করতে হয়নি।

তিনি বলেন, গুমের সংস্কৃতি অবসানের জন্য এ বিচার অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এ ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে। যে মানুষগুলো দেশের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ বা বাকস্বাধীনতার জন্য গুম হয়েছিলেন, তাদের আত্মা চিরদিন কাঁদবে। মামলার সূচনা বক্তব্যে এসব কথা আদালতকে মনে করিয়ে দিয়ে বলেছি, এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ।

প্রথম সাক্ষী হুম্মাম কাদের চৌধুরী : শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় ট্রাইব্যুনাল হুম্মাম কাদের চৌধুরীর জবানবন্দি নেন। তার জবানবন্দির পরপর চিফ প্রসিকিউটর বলেন, আমরা জাতির কাছে একটা বার্তা দিতে চাই, জাতির কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিশ্রুতি ছিল- বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দেওয়া। ১৭ বছরের ভয়াবহ অন্ধকার রাজত্বের অবসান ঘটানোর স্বার্থে আসামিদের বিচার নিশ্চিত করা। তিনি আরও বলেন, বাংলাদেশের যে যত বড় অফিসার বা ইউনিফর্মধারী হোক, যদি অপরাধ করেন, অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আইনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। আর এসব নিশ্চিত করতে এই বিচার শুরু হয়েছে।

সাক্ষীর জবানবন্দি নিয়ে তিনি বলেন, কিভাবে বিরোধী মতের লোকজনকে তুলে নেওয়া হতো, কিভাবে প্রথমে অস্বীকার করা হতো কিংবা জমটুপি পরিয়ে নির্যাতন করা হতো; এসবের বর্ণনা দিচ্ছেন সাক্ষী। গোপন বন্দিশালায় দিন-রাতের পার্থক্য বোঝা যেত না। এছাড়া কি ধরনের খাবার দেওয়া হতো বা অসুস্থ হলে কেমন চিকিৎসা দিতেন, ওষুধপত্রের মধ্যে কি লেখা থাকত; এসব বলছেন তিনি।

এর আগে এই মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচার শুরু হলো। সূচনা বক্তব্যের পর এ মামলায় জবানবন্দি দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তার বাবা বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর।

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল : সোমবার নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে শামীম ওসমানের কথোপকথনের কিছু অংশ তুলে ধরে প্রসিকিউশন। এ বিষয়ে প্রসিকিউটর তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এটি হলো জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ। যেখানে বহু ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে একটি অংশের চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। তিনি বলেন, আমরা তিনটি অভিযোগ এনেছি।

টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করা হয়নি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করা হয়নি। সোমবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর বিশেষ পরামর্শক পদে টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর তার মেয়াদ শেষ হয়।

চানখাঁরপুলে হত্যা মামলার রায় : প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এ মামলায় রায়ের জন্য ২০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়। ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ধার্য করেন। এ মামলার গ্রেফতার চার আসামি হলেন-শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।