মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাদুল ইসলাম।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত জরুরি জনশক্তি সমাবেশে ঊর্ধ্বতন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব জুবায়ের। তিনি সংগঠনের জনশক্তি ও দায়িত্বশীলদের পরামর্শের আলোকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন এবং নবনিযুক্ত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।
অনুষ্ঠানে মাভাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দসহ ক্যাম্পাস শাখার সর্বস্তরের জনশক্তি উপস্থিত ছিলেন। শেষে নবনিযুক্ত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।