অভিবাসন ইস্যুতে বিশ্বদরবারে ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ। ভিসা বন্ড আরোপের এক সপ্তাহের মাথায় বুধবার বাংলাদেশিদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে অভিবাসনে বড় ধাক্কা খেল বাংলাদেশ। এ ইস্যুতে প্রয়োজনীয় কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপের পাশাপাশি কর্মকৌশল নির্ধারণের চিন্তা করছে সরকার।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ, রাশিয়া, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপালসহ ৭৫ দেশের মানুষের ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর কার্যক্রম ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে। কনস্যুলেট, দূতাবাসসমূহে প্রেরিত নির্দেশনা অনুযায়ী মার্কিন প্রশাসন যদি মনে করে আবেদনকারী ব্যক্তি সরকারি কল্যাণ ভাতা বা অন্যান্য সরকারি (ফুডস্ট্যাম্প, হাউজিং, চিকিৎসাসেবা ইত্যাদি) সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন, তাহলে তার ভিসা প্রত্যাখ্যান করতে পারবে। এমন পন্থা অবলম্বন করার ফলে উপরোক্ত দেশসমূহের কমপক্ষে ১ লাখ ৮০ হাজার মানুষের যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন ফ্যাকাশে হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন নির্দেশের নিন্দা ও প্রতিবাদ উঠেছে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা একটা কর্মকৌশল বের করবেন। প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করবেন।’
তিনি আরও বলেন, ‘এখানে শুধু বাংলাদেশকে টার্গেট করা হয়নি। যেসব দেশ থেকে ইমিগ্র্যান্ট (অভিবাসী) বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের (সামাজিক পরিষেবা) ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাদের টার্গেট করে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। তাই তাদের সরকার ঠিক করেছে, এসব দেশের ব্যাপারে এ নিষেধাজ্ঞা ও শর্তগুলো তারা আরোপ করবে। অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয় এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব।’
সূত্র : বাংলাদেশ প্রতিদিন