Image description
 

রাজবাড়ীতে রিপন সাহা (২৯) নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। পাম্প থেকে তেল নিয়ে চলে যাওয়ার সময় রিপন গাড়িটির পিছু নিলে তাকে চাপা দিয়ে হত্যা করে চালক। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। রিপন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের অপর কর্মচারী নজরুল ইসলাম বলেন, ‌‌‘ঘটনার সময় আমি ও রিপন দায়িত্ব পালন করছিলাম। ভোর সোয়া চারটার দিকে কালো রঙের একটি পাজেরো জিপ এসে তাদের ফিলিং স্টেশনে দাঁড়ায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬। চালক গাড়ি থেকে নেমে পাঁচ হাজার টাকার তেল দিতে বলেন। তেল দেওয়ার পর টাকা না দিয়ে গাড়িতে ওঠেন চালক। গাড়ি স্টার্ট দেওয়ার আগে রিপন তার কাছে তেলের টাকা চান। টাকা না দিয়ে গাড়ি চালানো শুরু করেন চালক। রিপন দৌড়ে গাড়িটির পিছু নেয়। আমিও দৌড়ে গিয়েছিলাম। ফিলিং স্টেশনের একশ গজ দূরে গিয়ে দেখি, রিপনের মাথার ঘিলু বের হয়ে নিথর দেহ পড়ে আছে। তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে চালক।’

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মোহম্মদ মিজানুর রহমান জানান, তেলের টাকা না দিয়ে পালানোর সময় ফিলিং স্টেশনের কর্মচারী রিপন গাড়ি চাপায় নিহত হয়েছে, এমনটি শুনেছেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর দেখে মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।