সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম না-ও হতে পারে। কারণ, সরকার সংসদীয় সংস্কার, সংলাপ ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে এসডিজি বাস্তবায়নে ‘নাগরিক প্ল্যাটফর্ম’।
সংবাদ সম্মেলনে আগামী সরকারের জন্য ১২টি নীতি বিবৃতি ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপস্থাপন করা হয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন শক্তির কথা বলে সরকার একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেছে। তারা নাগরিকদের সুরক্ষা দিতে পারেনি। তাই প্রশ্ন হচ্ছে, তারা কি নিরপেক্ষভাবে নির্বাচনও করতে পারবে কি না।
তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের ধারক ও বাহক কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর আবার উত্থান ঘটেছে। তার মতে, গণ-অভ্যুত্থানের পর রাজনীতিবিদরা আত্মগোপনে গেছেন, কিন্তু আমলাতন্ত্র দ্রুত ফিরে এসেছে। কারণ, পুরোনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষকই হলো আমলাতন্ত্র। এই ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
বিডি প্রতিদিন