Image description

যুব সমাজের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তোমরা নিজেদের ভোট দিতে আসবা এবং ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবে।’ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় শহীদ ওসমান বিন হাদিরের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, ‘এ ধরনের বিপ্লবীদের হত্যার বিচার না হলে ভবিষ্যতে আর বিপ্লবী তৈরি হবে না।’

এদিকে নির্বাচনী সমঝোতায় অংশ নেয়া দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আব্দুর কাদের।

এ ছাড়া উপস্থিত রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাও. মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলামি পার্টির আনোয়ারুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং ঢাকা-৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী।