ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাওয়াতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে জিতু মিয়া নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমণ্ডল গ্রামে এ সংঘর্ষে আহত হন তিনি। সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে। তিনি ধরমন্ডল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
পুলিশ জানায়, ধরমণ্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়া এবং রমজান মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময় তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়াতেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।