বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি, যা দুঃখজনক।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, বিগত দিনের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন দেখতে চাই না। যেখানে দল বিজয়ী হলো কিন্তু জাতি পরাজিত হলো, এটা আর দেখতে চাই না। এখান থেকে জাতির বিজয় দেখতে চাই।
তিনি আরও বলেন, দেশে এমন একটি নির্বাচন চাই, যেখানে সকল নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিতে যাবে। তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে। প্রত্যেক বুথে সিসি ক্যামেরা চাই। এ ব্যাপারে সরকারকে দায়বিহীন দেখছি। আমরা জনগণের উপর গভীর আস্থাশীল। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে। কিন্তু সেই পরিবেশ তৈরি করতে হবে। এখন পর্যন্ত সেটি হয়নি। এখনও ভয়ভীতি বিরাজমান।
জামায়াত আমির বলেন, দেশের সীমানা ঠিক থাকলে ভেতরের ফাংশন (কার্যক্রম) ঠিক থাকবে। কিন্তু গদির ভয় না করে দেশকে ভালোবাসুন। শাসনতন্ত্রে ও দেশরক্ষায় যারা থাকবেন তাদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। কিন্তু লিমিট ক্রস করলে বিপর্যয় অনিবার্য, সেখানেই ফ্যাসিবাদ জন্ম হয়।
শীর্ষনিউজ