Image description

ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসে শেষেই ফলটা নির্ধারিত হয়েছিল। ছন্দে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের জন্য ১৩২ রানের লক্ষ্য বাধা হবে না। ম্যাচ শেষে ফল তা-ই হলো।

সিলেটে ৭ ‍উইকেটের সহজ জয় পেল রাজশাহী।

২৩ বল হাতে রেখে পাওয়া জয়ে শেষ চারও নিশ্চিত করেছে রাজশাহী। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। আনুষ্ঠানিকতা বাকি থাকলেও বলা যায় তিন দলের শেষ চার নিশ্চিত হয়েছে। 

বাকি দুই দল হচ্ছে চট্টগ্রাম রয়্যালস (১০) ও সিলেট টাইটানস (১০)।

৪ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেসের সুযোগ নেই শীর্ষ তিন দলকে স্পর্শ করার। দুই দলের দুটি করে ম্যাচ বাকি রয়েছে। তাদের লড়াইটা হবে রংপুর রাইডার্সের সঙ্গে। ৮ ম্যাচ খেলে রংপুরের পয়েন্ট ৮।

রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। খেলেন ৭৬ রানের ম্যাচসেরা ইনিংস। ১৭৬.৭৪ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ৫ ছক্কা ও ৭ চারে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন তার ওপেনিং সঙ্গী মোহাম্মদ ওয়াসিম।

এর আগে রাজশাহীর বোলিংয়ে এবারের বিপিএল তৃতীয় হ্যাটট্রিক দেখেছে। ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন রিপন মণ্ডল। শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির হোসেন, জিয়াউর রহমান ও তাইজুলকে আউট করে এই কীর্তি গড়েছেন তিনি।

রিপনের বিশেষ রাতে শুরুতে তোপ দাগেন আব্দুল গাফফার সাকলাইন। তার পেসের সামনে দাঁড়াতে পারেনি ঢাকার ব্যাটাররা। ঢাকার শুরুটা ভালো হলেও পরে একের পর এক উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়। আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ওপেনিংয়ে ৫৪ রানের জুটি গড়া উসমান খান করেন সর্বোচ্চ ৪১ রান। রিপনের হ্যাটট্রিকের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকলাইন।