Image description

রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাকরাইল মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এ বিষয়ে রমনা থানার ওসি জানান, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসটিতে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।