চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হতেই মনসুর আহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল দুপুরে পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। মনসুর উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর বৃদ্ধের কান্নার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মনসুর আহাম্মদ সাংবাদিকদের জানান, ব্যাংক থেকে দেড় লাখ টাকা উঠিয়ে ব্লেজারের এক পকেটে ১ লাখ এবং অন্য পকেটে ৫০ হাজার রেখে বের হচ্ছিলেন তিনি। বাইরে বের হতেই মাস্ক পরা দুই যুবক এসে ১ লাখ টানা ছিনিয়ে নিয়ে যায়। মনসুরের ছেলে তায়েফ অভিযোগ করে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’