সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে ইসি গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল। তবে গত ৫ জানুয়ারি সেই অংশটুকু স্থগিত করে দেয় আপিল বিভাগ।
এর আগে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন (ইসি) এ-সংক্রান্ত প্রকাশিত চূড়ান্ত গেজেটে সাঁথিয়া উপজেলার সম্পূর্ণ অংশ নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়। ওই গেজেটের এই দুই আসন সংক্রান্ত অংশের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ।
প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন। এতে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ প্রদান করা হয়।
গত ২৪ ডিসেম্বর পাবনার এ দুই আসন নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তাতে আগের মতোই পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন) নিয়ে পাবনা-১ আসন গঠিত হয়। আর পাবনা-২ আসনও গঠিত হয় বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে।