অনলাইনে কিছু মানুষ নারী প্রার্থীদের সাইবার বুলিং-স্লাটশেমিংয়ের মতো নোংরা খেলায় মেতেছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সদস্য ও ইনকিলাব মঞ্চের শান্তা আক্তার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শান্তা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের সবচেয়ে সুন্দরতম ফুলটি ফুটেছে। আমরা সবাই বিজয়ী। কিন্তু অনলাইনে কিছু মানুষ নারী প্রার্থীদের টেগিং, সাইবার বুলিং, স্লাটশেমিংও যৌন হেনস্তার মতো নোংরা খেলায় মেতে ওঠেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেউ আমাদের বোনদের অসম্মান করছে এমন আমি ভাবতে চাই না। তবে যারাই এগুলো করছেন আপনারা ভুলে যাচ্ছেন আমরা আপনাদের বোন। আমি হই বা খাদিজাতুল কোবরা আপু আমাদের কেউকে দয়া করে অসম্মান করবেন না।’
অভিযোগ করে জকসুর এ সদস্য বলেন, ‘আপনারা রাকিব ভাইয়ের প্রতি যে সম্মান দেখাচ্ছেন, আমাদের বোনদের বেলা ভিন্ন চিত্র কেনো? আপনারা সমালোচনা করুন কিন্তু সেটা হোক গঠনমূলক। আলোচনা, সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু শুধু নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যখন বার বার চরিত্রহননের নোংরা প্রচেষ্টা দেখি তখন আমার মন ভেঙে যায়।’
শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ ভুলে যাইয়ো না শহিদ ওসমান বিন হাদী ভাই পরিবর্তনের জন্য লড়াই করেছেন। যার যার জায়গা থেকে পরিবর্তন শুরু করুন। আমাদের সকলকে শহিদ ওসমান বিন হাদী ভাইয়ের পরিবর্তনের লড়াই জারি রাখতে হবে। আমরা সবাই হাদী তখনই হবো যখন আপনাদের বোনরা আর আপনাদের দ্বারা আক্রান্ত হবে না।’