সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে, “ঐতিহাসিক ধামরাই জগন্নাথ রথ আগুনে পুড়ে ছাই” দাবিতে একটি ছবি আলোচিত হচ্ছে।
দ্যা ডিসেন্ট যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর এবং আলোচিত ছবি এআই জেনারেটেড।
বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, Hindus News নামের একটি ফেসবুক পেজে সর্বপ্রথম উক্ত ফটোকার্ডটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “আগুনে পুড়ে ছাই হয়েছিল ঐতিহাসিক ধামরাইয়ের রথ”। পোস্টটির মন্তব্য অংশে Hindus News-এর ওয়েবসাইটে “আগুনে পুড়ে ছাই ঐতিহাসিক ধামরাইয়ের রথ” শিরোনামের একটি ফিচার প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ৯ এপ্রিল স্বাধীনতা যুদ্ধকালীন, ধামরাই রথখোলায় হামলা করে ৫-তলা বিশিষ্ট রথটিতে আগুন দিয়ে দেয় পাকিস্তানিরা।
প্রতিবেদনটি সাথে যুক্ত ছবিটির এক পাশে খুব ছোট করে “ছবি: AI” লেখা ডিসক্লেইমার ছিলো। এছাড়া Hive Moderation নামক এআই ডিটেকশন টুলসটিও ছবিটিকে ৯৯% এআই জেনারেটেড বলে জানায়।
আরও যাচাইয়ে, উইকিমিডিয়া কমন্সে ধামরাই জগন্নাথ রথ–সংক্রান্ত একটি পুরোনো ছবি পাওয়া যায় যা ২০১১ সালে আপলোড করা হয়েছে। বিশ্লেষণ করে দেখা যায় ছবিটির সাথে আলোচিত ছবির পুড়ে যাওয়া রথের চিত্র বাদে আশেপাশের বাকি দৃশ্যের হুবুহু মিল রয়েছে।
তবে উক্ত ঘটনাটির সাথে বর্তমান সময়ের কোনো সংযোগ সংবাদমাধ্যমে বা সামজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় নি।