Image description

প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তাকে ‘রোহিঙ্গা’ বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জে এসে মাতাব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকেই ভোট দিয়ে জয়ী করবে।

মূলত এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানার মন্তব্যটি তাকেই ইঙ্গিত করে করা হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

জানা গেছে, জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে।

তিনি মনোনয়নপত্রের হলফনামায় এটিকেই স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান ঠিকানায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম রয়েছে। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক আয়োজনে অংশ নেন।