দেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য উপবৃত্তির চাহিদা প্রস্তুতের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এক্ষেত্রে অধিদপ্তরের আওতাধীন সব অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য দিয়ে চাহিদা তৈরি করতে হবে। আগামী ১২ জানুয়ারির মধ্যে এই চাহিদা জমা দেওয়ার জন্য মাদ্রাসা প্রধানদের প্রতি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে উপবৃত্তি প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেজন্য উপবৃত্তির চাহিদা প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে সব ইবতেদায়ী মাদ্রাসার প্রধানদের অনলাইন পোর্টাল mesp.finance.gov.bd এর চাহিদা মেন্যু থেকে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য দিয়ে চাহিদা তৈরি করতে হবে। এ বিষয়ে একটি চাহিদা ইউজার ম্যানুয়ালও দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ জানুয়ারির মধ্যে এই চাহিদা প্রদান করার জন্য মাদ্রাসা প্রধানদের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ে চাহিদা দাখিল না করলে উপবৃত্তি প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরও ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা ও তদারকি করতে বলা হয়েছে।