জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে বাকি রয়েছে এখন পর্যন্ত ১৬ কেন্দ্র। সবশেষ প্রাপ্ত ২ কেন্দ্রে প্রকাশিত ফলাফলসহ মোট ফলে ভিপি পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম।
এর মধ্যে ২৩ নং কেন্দ্র তথা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউট আনুষ্ঠানিক ফলাফল ভিপি পদে রিয়াজুল ইসলাম : ৯৭ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব : ৯২ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ১০২ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৪৪ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ৯১ (ছাত্রশিবির) ও তানজিল: ৮৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন।
২২ নং কেন্দ্র তথা ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০৩ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব ৭৭ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৭৮ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা ৩২ (ছাত্রদল); এজিএস পদে মাসুদ রানা ১৫৩ (ছাত্রশিবির), তানজিল ১২৫ (ছাত্রদল) ভোট পেয়েছেন।
এছাড়াও ২১ নং কেন্দ্র তথা গণিত বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম : ২০৩ (ছাত্রশিবির), একেএম রাকিব : ১১১ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ২১৫ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৫৯ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ১৮১ (ছাত্রশিবির) এবং তানজিল: ১১০ (ছাত্রদল) ভোট পেয়েছেন।
এর আগে সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে আসনটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। এক ভোটও পায়নি শিবিরের জিএস ও এজিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।
বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সঙ্গীতসহ বেশ কয়েকটি বিভাগের ফল প্রকাশ করা হয় এর আগে।