ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়ে খুশি হবেন নাসির হোসেন, এটাই স্বাভাবিক। তবে জয় এনে দিয়েও হয়তো একটু দুঃখী তিনি। প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস লক্ষ্য কম দেওয়ায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেলেন না এই অলরাউন্ডার।
৯০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাসির।
নাসিরের বিধ্বংসী ইনিংসের কারণে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে নোয়াখালী।
জয়ের আগে অবশ্য রান তাড়ার শুরুটা ধাক্কায় হয়েছিল ঢাকার দলীয় ১৪ রানে হারায় দুই ওপেনার। দুটি উইকেটই নেন হাসান মাহমুদ।
এর আগে ব্যাটিং ধসে পড়েছিল নোয়াখালীও। দলীয় ৪০ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে ১৩৩ রানের সংগ্রহ এনে দেন মোহাম্মদ নবী ও হায়দার আলী। নবীর ৪২ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক হায়দার। নোয়াখালীর ৭ উইকেট ভাগ করে নেন ঢাকার হয়ে বল করা সাত বোলার।