Image description

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেরর দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে আরিফ।

স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ইউনিয়ন বিএনপি নেতা আব্দল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। সেখানে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ আরিফের কাছে জানতে চায় কয় বিষয়ে ফেল করেছে। আরিফ জানায় আমি সাত বিষয়ে ফেল করেছি।

এ সময় সে শিক্ষক কে হুমকি দিয়ে বলে আমাকে সুযোগ না দিলে যারা এক-দুই বিষয়ে ফেল করেছে তাদের কাউকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। সুযোগ না দিলে স্কুলে তালাবদ্ধ করে রাখবো। একথা বলেই সে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে ফেলে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ জানান, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে এখনও কিছু জানি না। খোঁজ খবর নেয়া হচ্ছে।