জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, নির্বাচনের সময় তারা লক্ষ্য করেন, একটি প্যানেলের কয়েকজন ব্যক্তি ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তবে শুরুতে কমিশন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে অস্বীকার করে।
রাকিব জানান, পরে প্রমাণ উপস্থাপন করলে কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথের মধ্যে প্রবেশের অনুমতি দেয়। তবে তার আগে তাদের প্যানেলের কাউকে টোকেন নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা বৈষম্যের অভিযোগ তুলতে বাধ্য করেছে।
কোন প্যানেলটি এই নিয়ম ভেঙেছে, তা জানতে চাইলে এ কে এম রাকিব বলেন, শহীদ সাজিদ ভবন থেকে তাদের এজেন্টরা তথ্য দিয়েছেন, তবে প্যানেলের নাম আপাতত জানা যায়নি। সংবাদ সম্মেলনে প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।