জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে ৩টার পর যারা ভোটকেন্দ্রের লাইনে থাকবেন তাদের ভোটগ্রহণ করা হবে। ২১ বছরের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
সকাল থেকেই জবির ক্যাম্পাসে ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোট দিয়ে বেরিয়ে অনেকেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন, অমোচনীয় কালি লাগানো আঙুলের ছবি তুলছেন, কেউ আবার দলবেঁধে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত করে রাখছেন।
নির্বাচন একাধিকবার পেছালেও শিক্ষার্থীদের আগ্রহ মোটেও কমেনি। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জামিল বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল, সেটি পিছিয়েছে। আমরা ভেবেছিলাম আগ্রহ কমে যেতে পারে। কিন্তু আজ দেখছি আগ্রহ একটুও কমেনি।
নির্বাচনি প্রক্রিয়া অনুযায়ী সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয়। ৮টা ৩৫ মিনিটে ভোটারদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ৯টায় পর পরই ভোটগ্রহণ শুরু হয়।
পরিচয়পত্র দেখানোর পরও শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশে দিল ছাত্রদলপরিচয়পত্র দেখানোর পরও শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশে দিল ছাত্রদল নির্বাচন সুষ্ঠু নিশ্চিত করতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব ও ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম।