Image description

চাঁদপুরের কচুয়া উপজেলায় জুমার নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে হাফেজ মো. আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টা ১০মিনিটের দিকে উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে ওই ইমামের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায়, মসজিদের মুসল্লি ও তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা জুমার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতির সময় হঠাৎ দুপুর ১টা ১০মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে দীর্ঘ ৩৫ বছর যাবত ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, খুতবার প্রস্তুতি নিতে মিম্বরে ওঠার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মবিন মোল্লা। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। এরপর আর সাড়া দেননি তিনি। পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।