Image description
► মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে মান্না আযাদসহ বাদ পড়লেন অনেকেই ► হলফনামায় এফিডেভিটে সই, ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের সমস্যা, মামলার তথ্যে গরমিল

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই অব্যাহত রয়েছে। এই বাছাইয়ের দ্বিতীয় দিনে গতকাল অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। হলফনামার এফিডেভিটে সই, ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে সমস্যা, মামলার তথ্য হলফনামায় যথাযথভাবে দাখিল না করাসহ নানা কারণ দেখিয়ে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

১ জানুয়ারি থেকে সারা দেশে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের কাজ শুরু হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের কাজ শেষ করবেন আগামীকাল রবিবার। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় থাকছে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতীক বরাদ্দ হবে। এরপর আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি।

প্রচার চালানো যাবে ১০  ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুসযায়ী, এবারের নির্বাচনে ৩০০ আসনে ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

চট্টগ্রাম : চট্টগ্রামে বাছাইয়ে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল তিনটি আসনে বাছাই হয়। এর মধ্যে চট্টগ্রাম-১-এ তিনজন, চট্টগ্রাম-২-এ চারজন ও চট্টগ্রাম-৩-এ তিনজনের মনোনয়নপত্র বিভিন্ন অভিযোগে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়।

খুলনা : শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকায় খুলনা জেলার একমাত্র নারী প্রার্থী শামীম আরা পারভীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি হলফনামায় নিজেকে এসএসসি পাস দাবি করলেও তাঁর সনদ দেখাতে পারেননি। শামীম আরা পারভীন খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। একই সঙ্গে খুলনা-৬ আসনের আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

বরিশাল : বরিশালের তিনটি আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন বরিশাল-৫ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী এ কে এম মাহবুব আলম ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম।

কুমিল্লা : মনোনয়নপত্র বাছাইয়ে কুমিল্লার ১১টি আসনের মধ্যে গতকাল ৬০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ-৩ আসনে দাখিলকৃত ৯ প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে তথ্য গরমিলের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়াও মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা, বাংলাদেশ জামায়াত জোট-সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানি।

নরসিংদী : নরসিংদী-২ পলাশ ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব সংসদীয় আসনে বাদ পড়ছেন চারজন প্রার্থী। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থিতা যাচাইবাছাইয়ে বাদ পড়েন এই চারজন। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন ঋণখেলাপির দায়ে নরসিংদী-২ (পলাশ) ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, শর্ত পূরণ না হওয়ায় জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম, মনোনয়নপত্রের কাগজপত্র সঠিক না থাকায় ইনসানিয়াত বিপ্লব থেকে মোহাম্মদ ইব্রাহিম এবং প্রস্তাবকারীর স্বাক্ষর মিল না থাকায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম।

ফরিদপুর : ফরিদপুর-৩ সদর আসনে মোট ছয় প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুরশেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

শরীয়তপুর : শরীয়তপুর-২ আসনে চারজনের মনোনয়নপত্র কাগজপত্রে ত্রুটি থাকার কারণে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মাদারীপুর : মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলাম।

ময়মনসিংহ : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার, একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী মো. আবু তাহের খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর : যশোর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নিজামউদ্দিন অমিতের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর : যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুব, স্বতন্ত্র ফারহান সাজিদ, বিএনপির সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, জাতীয় পার্টির জহুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি সংসদীয় আসনের ৩৬জন প্রার্থীর মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের আরিফুর রহমান, নূরে আলম ছিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর।

কক্সবাজার : কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের সরওয়ার আলম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গোলাম মাওলা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রংপুর : রংপুরের দুইটি সংসদীয় আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়েছে। তাঁরা হলেন খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল, বাসদের (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান। এ ছাড়া রংপুর-৪ আসনের জাতীয় পার্টির (আনিসুল-হাওলাদার) প্রার্থী আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদীন ও শাহ আলম বাসারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধা-১ আসনে পাঁচজন এবং গাইবান্ধা-২ আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, জাতীয় পার্টির মাহফুজুল হক সরকার ও ইসলামী আন্দোলনের রমজান আলী। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার ও মোস্তফা মহসিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

গাইবান্ধা-২ আসনে কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ অবদুুল মাজেদ এবং খেলাফত মজলিসের এ কে এম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পাবনা : পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁরা হলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু এবং কেন্দ্রীয় তাঁতী দলের সহসভাপতি ইউনুস আলী।

ভোলা : ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁরা হলেন মো. মহিবুল্ল্যাহ খোকন এবং তাছলিমা বেগম।

নাটোর : নাটোর জেলার চারটি আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়। তাঁরা হলেন মো. আজাবুল হক (খেলাফত মজলিস), মো. সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ও মো. বাবু হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল)। নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে আটজন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে জি এ এ মুবিন (এনপিপি) এবং ড. মো. নূরন্নবী মৃধার (স্বতন্ত্র)। নাটোর-৩ (সিংড়া) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে মো. দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) এবং ফাতেমা জামানের (বিএনপি) মনোনয়নপত্র বাতিল হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছে।

বগুড়া : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দুইজন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চারজন এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র        বাতিল করা হয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির বগুড়া জেলার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, গণঅধিকার পরিষদের সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নীলফামারী : নীলফামারী-১ ও ২ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন নীলফামারী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, নীলফামারী-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজ।

এ ছাড়া বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনে রোহান চৌধুরী (জাতীয় পার্টি) আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে রিয়াদ আরফান সরকার রানা (স্বতন্ত্র), মামুন অর রশিদ মামুন (স্বতন্ত্র), শাহরিয়ার ফেরদৌস (স্বতন্ত্র), জোবায়দুর রহমান (স্বতন্ত্র)।