Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া আন্ত:নগর ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে পাঁচ বস্তায় ছিল কম্বল ও দুই বস্তায় শাড়ি। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ১ নম্বর প্লাটফরমে দাঁড়িয়ে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ভারতীয় শাড়ি ও ৮২ পিস কম্বল উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এ পাচারকাজে কে বা কারা জড়িত সেটা, কোথা থেকে পণ্য উঠানো হয়েছে তা জানার চেষ্টা চলছে। জব্দ করা পণ্য রেলওয়ে থানায় রয়েছে।

ঢাকা টাইমস