যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে রাজশাহীতে আওয়ামী লীগ-যুবলীগের নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এ গ্রেপ্তাররা হলেন নজরুল ইসলাম জুলু (৫২), মো. সোহান (২২), মো. মিজানুর রহমান (২৫) ও মো. রবিন (২৭)।
আওয়ামী লীগের সক্রিয় কর্মী সোহান মহানগরীর কর্ণহার থানার সায়েরপুকুর এলাকার মিজানুর রহমানের ছেলে, আওয়ামী লীগ সমর্থক মিজানুর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার এরফান আলীর ছেলে ও যুবলীগ কর্মী রবিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাচানীমাঠ এলাকার মোবারকের ছেলে।
এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরো ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জন রয়েছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান জানিয়েছেন, রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।