নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।
পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকর একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ। পরে শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের দাবি, পোস্টার সাঁটানোর স্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিলেন। আটকরা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এদিকে, আটক তরুণদের সাঁটানো পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ। পাঁচ তরুণকে আটকের পরপরই পুলিশকে সাঁটানো পোস্টার তুলে ফেলতে দেখা যায়।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সব নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার সাঁটানোর দায় স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।