Image description
 

বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে ব্যাপক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মায়ের মৃত্যুর মাত্র একদিনের ব্যবধানে তারেক রহমানের চেহারা ও অভিব্যক্তিতে গভীর শোকের ছাপ ফুটে উঠেছে।

 

নেটিজেনরা তারেক রহমানের একদিন আগের একটি হাসিখুশি ছবির সাথে মায়ের মৃত্যুর পরের মলিন মুখের ছবির তুলনা করে পোস্ট করছেন। অনেকেই মন্তব্য করছেন যে, মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে প্রিয় মানুষকে হারানোর শোকে তারেক রহমানের বয়স যেন এক যুগ বেড়ে গেছে। ছবির ক্যাপশনে হাজার হাজার মানুষ লিখছেন— ‘একদিনে বয়স বেড়ে গেল এক যুগ’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিগুলোতে দেখা যায়, মায়ের মৃত্যুর খবর শোনার পর তারেক রহমানের চেহারায় যে ক্লান্তি ও বিষণ্ণতা ভর করেছে, তা সাধারণ মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকা এবং শেষ সময়ে মায়ের পাশে ফিরতে পারার আবেগীয় পরিস্থিতির সাথে এই পরিবর্তনকে মেলাচ্ছেন তাঁর অনুসারীরা।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে তাঁর শয্যাপাশেই ছিলেন। আগামীকাল বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শেরেবাংলা নগরে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।