Image description
 
 

ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। প্রার্থীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। অনেক চ্যালেঞ্জ আছে— তার মধ্যে অবৈধ অস্ত্রগুলো এখনো উদ্ধার করা যায়নি। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হলে গঠিত সরকারও প্রশ্নবিদ্ধ হবে। তাই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ভয়ভীতি ছাড়া নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। 

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে নানা মত, নানা পথ থাকবে। কোনো প্রার্থী ও কর্মীরা যেন সহিংস না হয়ে উঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি না হয় তাহলে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি সুযোগ নেবে।