Image description
 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট তিন হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুই হাজার ৫৮২ জন জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে প্রতি আসনে প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী হলেন ৮.৬ শতাংশ।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষে নির্বাচন কমিশনের দেয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

এনআইডি ডিজি স্বাক্ষরিত তথ্য থেকে জানা গেছে, ৬৪ জেলার ৩০০ আসনে প্রার্থী হওয়ার জন্য মোট ৩ হাজার ৪০৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সোমবার শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন।

রংপুরে ৩৩টি আসনের বিপরীতে ২৭৮ জন, রাজশাহীতে ৩২৯টির বিপরীতে ২৬০ জন, খুলনায় ৩৬টির বিপরীতে ২৭৬ জন, বরিশালে ২১টির বিপরীতে ১৬৬ জন, ফরিদপুরে ১৫টির বিপরীতে ১৪২ জন, ঢাকাতে ৪১টির বিপরীতে ৪৪৪ জন, ময়মনসিংহে ৩৮টির বিপরীতে ৩১১ জন, সিলেটের ১৯টির বিপরীতে ১৪৬ জন, কুমিল্লার ৩৫টির বিপরীতে ৩৬৫ জন এবং চট্টগ্রামে ২৩টির বিপরীতে ১৯৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে ইসির সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে।

শীর্ষনিউজ