চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে গভীর রাতে সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় শিশু দুটিকে পড়ে থাকতে দেখা যায়।
কনকনে শীতে বড় বোন আয়শা তার ছোট ভাইকে আগলে ধরে বসে ছিল। আয়শা (৪) জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বর্তমানে শিশু দু’টি স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজি চালক মহিম উদ্দিনের বাড়িতে আশ্রয়ে রয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আয়শার সঙ্গে কথা বলে জানা যায়, তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক।
আয়শা জানায়, মা–বাবার কাছ থেকে এনে তাদের খালা সড়কের পাশে রেখে গেছে।
আশ্রয়দাতা মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও শিশু দু’টিকে সড়কের পাশে শীতে কাঁপতে দেখে লোকজন ভিড় করে। পরে তাদের সঙ্গে কথা বলে তিনি শিশু দু’টিকে নিজের বাসায় নিয়ে যান এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান।
মহিমের স্ত্রী শারমিন আক্তার জানান, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করানো ও খাবার দেওয়ার পর তারা কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। তাদের ধারণা, অসুস্থতার কারণেই স্বজনরা এমন অমানবিক কাজ করেছে।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিভিন্ন থানায় শিশুদের ছবি ও তথ্য পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভ হোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শীর্ষনিউজ