Image description

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নতুন করে চার দফা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেইবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত ৪ দফা হলো- 

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।