কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৫ ও ২৬ ডিসেম্বর উখিয়ার পৃথক দুটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি হাসপাতালসহ পাঁচটি ঘর পুড়ে যায়।