Image description

‘তাহাজ্জুদ পড়তে থাকুন, কাউকে পান বা না পান—মহান আল্লাহকে ঠিকই পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।’ এই বাক্যটি শুধু একটি অনুপ্রেরণামূলক কথা নয়; বরং এটি মুমিন জীবনের এক গভীর সত্য। দুনিয়ায় মানুষ অনেক সময় মানুষকে পায় না— ভরসা ভেঙে যায়, প্রত্যাশা অপূর্ণ থাকে; কিন্তু যে ব্যক্তি রাতের নিঃশব্দতায় আল্লাহর দরবারে দাঁড়ায়, সে কখনো একা থাকে না।

তাহাজ্জুদ কী ও কেন এত গুরুত্বপূর্ণ

তাহাজ্জুদ হলো রাতের ইবাদত— ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানো। এটি ফরজ নয়, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদতগুলোর একটি। কারণ এতে থাকে খাঁটি ইখলাস, নীরব কান্না আর মানুষের অদেখা সংগ্রাম। আল্লাহ তাআলা কুরআনে বলেন—

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ ۖ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا

‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো— এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন।’ (সূরা আল-ইসরা: আয়াত ৭৯)

মানুষ যখন ছেড়ে যায়, তখন আল্লাহ কাছে আসেন

মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান বা সাহায্য না পেলে হৃদয় ভেঙে যায়; কিন্তু যে বান্দা তাহাজ্জুদের সেজদায় মাথা রাখে, সে আল্লাহকে বলে—

‘ইয়া আল্লাহ, আমি তোমাকেই চাই।’ আর আল্লাহ কখনো তার বান্দার এই ডাকে উদাসীন থাকেন না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَىٰ كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَىٰ ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ

‘প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন— কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব।’ (বুখারি ১১৪৫; মুসলিম ৭৫৮)

তাহাজ্জুদ— হারানো নয়, হারানো নিজেকে ফিরে পাওয়ার ইবাদত। তাহাজ্জুদ পড়লে হয়তো আপনি সঙ্গে সঙ্গে সব কিছু পাবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি পাবেন—

> ভাঙা হৃদয়ের প্রশান্তি

> দুশ্চিন্তার মাঝেও তাওয়াক্কুল

> অশ্রুর মাঝে শক্ত ঈমান

> আর সবচেয়ে বড় কথা—আল্লাহর নৈকট্য

আল্লাহ তাআলা বলেন—

تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا

‘তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে; তারা ভয়ে ও আশায় তাদের রবকে ডাকে।’ (সুরা আস-সাজদাহ: আয়াত ১৬)

হয়তো আপনি কাউকে খুঁজে পাননি, হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, হয়তো জীবন কঠিন… তবু তাহাজ্জুদ ছাড়বেন না। কারণ যে রাতে আল্লাহকে পাওয়া যায়, সে রাত কোনোদিন বৃথা যায় না। তাই তাহাজ্জুদ পড়তে থাকুন—কাউকে পান বা না পান, মহান আল্লাহকে ঠিকই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।