কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের লেদা এলাকার ২৪ নম্বর ক্যাম্পের হেড মাঝি আমানুল্লাহ।
তিনি জানান, হঠাৎ রাত ১০টার পরে এফ ব্লকে আগুন লেগে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ এসেছে এবং প্রশাসনের অনেকে কাজ করছে। তবে কোনো হতাহত হয়েছে কি না নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।