জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে একাধিক প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত বিধিমালা অমান্য করে রঙিন প্রচারপত্র এবং নিজের ছবি ছাড়াও অন্যান্য ব্যক্তির ছবি ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল’-এর কার্যনির্বাহী সদস্য প্রার্থী কামরুল হাসান রিয়াজ রঙিন প্রচারপত্র বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে।
জকসু নির্বাচনি আচরণবিধির ৭ (খ) ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো প্রার্থী তার নির্বাচনি প্রচারপত্রে নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে ৭ (গ) ধারায় বলা হয়েছে, প্রচারপত্রে ব্যবহৃত ছবি সর্বোচ্চ ৩ ইঞ্চি বা ৫ ইঞ্চি আকারের সাদা-কালো, হাফ ও সাম্প্রতিক হতে হবে। তবে অনলাইন প্রচারণার ক্ষেত্রে রঙিন ছবি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কয়েকজন প্রার্থী রঙিন ছবি, কার্টুন এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সংযুক্ত প্রচারপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে ভোট চাইছেন। অভিযোগ উঠেছে, এসব প্রচারপত্র সরাসরি হাতে হাতে বিতরণ করা হচ্ছে, যা আচরণবিধির ৭ (গ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল’-এর কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী কামরুল হাসান রিয়াজ রঙিন ছবি সংবলিত প্রচারপত্র বিতরণ করছেন। শুধু তাই নয়, একই প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী তার প্রচারপত্রে শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধিমালার ৭ (খ) ধারা অনুযায়ী এটি স্পষ্টভাবে নিষিদ্ধ হলেও প্রকাশ্যে এমন প্রচারণা চালানোয় শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা জরুরি। তারা দ্রুত নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
এ বিষয়ে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী কামরুল হাসান রিয়াজ বলেন, ‘আচরণবিধির ৭ (খ) ধারায় নিজের ছবির কথা বলা হয়েছে। পরবর্তী ৭ (গ) ধারায় সেই ছবির আকার ও রঙ সম্পর্কে উল্লেখ আছে। এখানে পুরো প্রচারপত্র সাদা-কালো হতে হবে এমন কথা স্পষ্টভাবে বলা হয়নি। শিক্ষার্থীরা যাতে এটি সংরক্ষণ করে বুকমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন, সে উদ্দেশ্যেই এই প্রচারপত্র তৈরি করা হয়েছে।’
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ‘আমাদের নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আচরণবিধিতে সাদা-কালো ছবি ব্যবহারের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে প্রচারপত্রে রঙিন ছবি ব্যবহার করা যাবে না। অর্থাৎ পুরো হ্যান্ডবিলই সাদা-কালো হতে হবে।’
প্রচারপত্রে শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের ছবি ব্যাতিত অন্যকারো ছবি কেউ ব্যবহার করতে পারবে না। আগামীকাল ছবিটা নিয়ে আসলে আমি তা দেখে বলতে পারব এর আগে কিছু বলতে পারছি না।’