ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জন্য বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় বগুড়া-৬ আসনের জন্য এবং দুপুর ২টায় বগুড়া-৭ আসনের জন্য তাদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপি’র দু’টি প্রতিনিধিদল।
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের। তিনি আশা করেন, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।
এদিকে দুপুর ২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছে থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচনী সমন্বয়ককারী হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসন থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। আজ আমরা তার মনোনয়নপত্র উত্তোলন করলাম। আলহামদুলিল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসলে তার সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র কোথায় কবে জমা দেয়া হবে, সেটি আপনাদের আগেই জানিয়ে দেয়া হবে। মনোনয়ন উত্তোলনের সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন। বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বিএনপি’র দুর্গ বলে সবার কাছে পরিচিত।