ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরও রয়েছে এই মসজিদের পাশে। প্রাথমিকভাবে যে স্থানটি নির্বাচন করা হয়েছে তার একটি ছবি এসে পৌঁছেছে আমার দেশের হাতে।
জাতীয় কবি নজরুলের মাজার পাশেই রয়েছে এ স্থানটি। সরকার ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কবর স্থানটি পরিদর্শন করে জায়গাটি ঠিক করেছেন। নির্ধারিত জায়গায়তেই তাকে দাফন করা হবে।
আগামীকাল দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর শহীদ শরিফ ওসমান হাদি জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ হাদির লাশ বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রয়েছে।
পরিবারের অনুরোধের ভিত্তিতে শহীদ হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।