Image description
 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারের হাট অফিসের ভেতর থেকে মরদহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন হোসেন (২৭) আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা কুমি গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে।

অভিযুক্তের নাম সেলিম হোসেন। তিনি গোপিনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাইকর ডারিয়া গ্রামে কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজন নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে সেখানে ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তার উপস্থিতিতেই এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়।

পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিিয়ে দিয়েছি।’

আমাদের সময়