Qadaruddin Shishir (কদরুদ্দীন শিশির)
বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ’সিনিয়র সাংবাদিকতা’র উজ্জল দৃষ্টান্ত
টিভিতে দেখলাম জামাতের শফিক বলেছেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে:
”তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে। ৯৬ সালের ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে, "অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাফ চাই।
একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় নিন। আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভাল কিছু করতে চাই। হাতে তসবি ছিল। মাথায় ঘোমটা ছিল। (মানুষ) সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে। কিন্তা না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।”
এই বক্তব্যর মাঝখানের তিন লাইন বেছে নিয়ে টিবিএস লিখে দিল জামাতের আমির ক্ষমা চেয়ে বলেছেন, “অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাফ চাই। একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় নিন। আমরা ভালো হয়ে গেছি।
এখন দেশের জন্য ভাল কিছু করতে চাই।"এভাবেই সিনিয়র সাংবাদিকতা চলছে দেশে। হাহাহা