Image description

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দুদকের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

 
উপদেষ্টা বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের শুধু সারাজীবন কারাগারে রাখলেই শাস্তি পূর্ণ হয় না। তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশও তৈরি করতে হবে।
 
 
আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় অনেকে টাকার বিনিময়ে তাদেরকে সহযোগিতা করেছে। যারা সহযোগিতা করেছে, তাদেরকে ভোট দেবেন না।