রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "ক্ষমতায় যাওয়ার আগে প্রতিশ্রুতি দিবে কর্মসংস্থানের, পরে বলবে ফান্ড নাই।" আজ (সোমবার) সাংবাদিকদের সাথে প্রেস-ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, "আগামীতে ক্ষমতায় আসা রাজনৈতিক দলের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ভোটের পর যারা দায়িত্বে আসবেন, তারা আর মাঠের কর্মী থাকবেন না। তখন দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে। ফলে আর বলার সুযোগ থাকবে না এটা করবো-ওটা করবো।"
নির্বাচনের আগে দলগুলো নানা ধরণের রাজনৈতিক স্লোগান দেয় বলেও মন্তব্য করেন তিনি। এম সাখাওয়াত হোসেন আরও বলেন, " বছরের পর বছর আমরা এসব রাজনৈতিক স্লোগান শুনে এসেছি- ঘরে ঘরে চাকরি হবে, কেউ বেকার থাকবে না। বলা হয় বিনিয়োগ বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে। পলিটিক্যাল স্লোগান অনেক হয়। ক্ষমতায় না থাকলে অনেক কিছু বলাই যায়- যেমন প্রতিদিন বিরিয়ানি খাওয়ানো হবে। কিন্তু দায়িত্বে আসার পর বলা হয়, ফান্ড নেই, চা-বিস্কিট খান।"
এম সাখাওয়াত হোসেন বলেন, "বাংলাদেশে রাজনৈতিক দলের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। পূর্বেও এমন হয়েছে। এখন যেমন মুখে মুখে কথা হচ্ছে- এটাকেই কি আমরা বড় রাজনৈতিক সংকট বলবো? রাজনৈতিক দলগুলোর ভেতর সমস্যা থাকলে সেটাকে পলিটিক্যাল কেস বলা যায় না। পলিটিক্যাল কেস তখনই হবে যখন সরকারের সঙ্গে বিরোধী দলের সংঘাত তৈরি হবে।"