Image description
 

লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ও আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক ক্লাব আতলেতিকো চার্লোনের মধ্যকার ম্যাচে গোল, উত্তেজনা, হাতাহাতি-কী ছিল না! জাতীয় স্টেডিয়ামে সোমবারের এই রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়।

প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে ৪-০ ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করে রেড গ্রিন। ম্যাচের চতুর্থ মিনিটেই অফসাইড ফাঁদ ভেঙে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন মাসুদ রানা। ২১তম মিনিটে আরও একটি গোল করেন মোহাম্মদ মানিক, তবে সেটি অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়।

বিরতির পর ম্যাচে ফিরে আসে চার্লোন। দ্বিতীয়ার্ধ শুরুর পরই আলিয়ান সামিয়েন্তোর চমৎকার শটে সমতায় ফেরে অতিথি দল। তার শটটি সতীর্থের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ালে হতবাক হয়ে যায় রেড গ্রিনের ডিফেন্স।

ম্যাচের ৬০তম মিনিটে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন মোহাম্মদ আরিফ। এরপরই ম্যাচে বাড়ে উত্তেজনা। আগে কয়েক দফা ধাক্কাধাক্কির পর ৭৬তম মিনিটে বড় ধরনের হাতাহাতির ঘটনা ঘটে। রেফারি লাল কার্ড দেখান চার্লোনের দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেসকে, সঙ্গে বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানও মাঠ ছাড়েন।

দশজনের লড়াইয়ে এরপর চেপে ধরে আক্রমণে যায় রেড গ্রিন। ৮৭তম মিনিটে মাসুদের দূরপাল্লার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে-গোলকিপারের সামান্য ছোঁয়া দলকে রক্ষা করে চার্লোনকে। যোগ করা সময়েও গোললাইন থেকে হেডে বল ক্লিয়ার করে দলকে ড্র ধরে রাখেন মাসুদ, যখন গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ বল সংগ্রহে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়, তবে লাল কার্ড বিতর্ক, টানটান লড়াই আর গোলের দারুণ মুহূর্তে ভরপুর ছিল পুরো ম্যাচ।