কক্সবাজারের টেকনাফে ব্যাডমিন্টন কোর্টে পেট্রল ঢেলে ‘আগুনের শো’ করে নিজের জন্মদিন উদযাপন করেছেন ‘আত্মস্বীকৃত’ এক মাদক কারবারি। আগুনের সেই আয়োজন থেকে কনটেন্ট বানাতে গিয়ে পুড়ে ছাই হয়েছে কয়েক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল।
ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা এলাকায়। শতাধিক মানুষ উপস্থিত থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। বাড়িঘরেও আগুন ছড়ায়নি।
জন্মদিন উদযাপনকারী ব্যক্তি হলেন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে মোহাম্মদ শাহ আজম; তার পরিচিত নাম আজম সরকার। তিনি ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে ১০২ জন ‘আত্মস্বীকৃত’ মাদক কারবারির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণ করেছিলেন।
আগুনে ঘেরা কোর্টে ব্যাডমিন্টন:
শাহ আজমের ফেসবুক পেজে পোস্ট করা ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়- প্রায় ৩৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া ব্যাডমিন্টন কোর্টের চারপাশে আগুন জ্বালিয়ে তিনি ব্যাডমিন্টন খেলছেন। কোর্টের লাইন ধরে লেগে আছে অগ্নিশিখা। নেটের পাশে মাটিতে জ্বলন্ত আগুন দিয়ে লেখা— ‘৩০ ইয়ারস/30 Years’। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘Alhamdulillah 30 years done.’ পরে আরেক পোস্টে আগুনে জ্বলতে থাকা মোটরসাইকেলের ছবি প্রকাশ করে শাহ আজম লিখেছেন, ‘আগুন নিয়ে খেলতে নেই, সাবধান সবাই।’
প্রতিবেদকের হাতে আসা ১ মিনিট ৩৮ সেকেন্ডের আরেক ভিডিওতে দেখা যায়, পরিচিত কনটেন্ট নির্মাতা সেলিম পেট্রল ভরা বোতল থেকে জ্বলন্ত মোটরসাইকেলের উপর ঢালছেন। পাশে মশাল হাতে দাঁড়িয়ে আছেন শাহ আজম। আগুন ছড়িয়ে পড়লে দুজনই দ্রুত সরে যান। পরে কয়েকজন যুবক পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ভিডিওতে কয়েকজনকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়— ‘আগাগোড়া ঢালো, আস্তে আস্তে ঢালো। আজিয়া গাড়ি ইয়ান জ্বলিবো ফাল্লাই লাগেদ্দিয়া।’ বাংলায় অর্থ—‘পুরোটাই ঢালো, আস্তে ঢালো। আজকে বাইকটা বোধহয় পুরোটা জ্বলে যাবে।’
‘অতিরিক্ত বিলাসিতা ও ভয়ংকর খেলা’
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাদকের টাকায় বিলাসিতা দেখাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ‘আগুনের কনটেন্ট’ বানানোর প্রবণতা ভয়ংকর। আগুনের কাছে কোনো অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না।
শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি—এই পরিস্থিতিতে এমন আয়োজনকে ‘চরম দায়িত্বহীনতা’ বলে মন্তব্য করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, প্রকাশ্যে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন জ্বালানো অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন অনুযায়ী অপরাধ। পরিস্থিতি খারাপ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
ঘটনার ভিডিও ধারণ করেছেন স্থানীয় কনটেন্ট নির্মাতা বেলাল হোসেন। তিনি তার ‘ভয়েস অব বেলাল’ পেজে জ্বলন্ত মোটরসাইকেলের ছবি দিয়ে লিখেছেন, ‘নিজ চোখে দেখলাম আগুন নিয়ে ভিডিও করার পরিণতি।’
আরেক কনটেন্ট নির্মাতা লোকমান তার ‘লোকমান স্টোরি আনঅফিশিয়াল’ পেজে লেখেন, মানুষকে ধোঁকা দিতে বানানো ভিডিও দেখে অনুসারীরা নিজেরাও বিপজ্জনক কনটেন্ট বানাতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছে। আজ আমার ছোট ভাই বেলাল, শাহ আজম ও সেলিম প্রাণ হারাতে বসেছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছে।
গত ২৮ নভেম্বর ময়মনসিংহের গৌরীপুরে কনটেন্ট নির্মাতা আল আমিন আগুনের কনটেন্ট বানাতে গিয়ে মারাত্মক দগ্ধ হন। পেট্রল ঢেলে আগুন জ্বালানোর সময় বড় শিখায় তিনি আহত হন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন শাহ আজম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত মানবিক সাহায্য ও প্রচারণামূলক ভিডিও প্রকাশ করছেন।
আত্মসমর্পণের পর দুই বছর কারাভোগের পর মুক্তি পাওয়া শাহ আজম ২০২১ সালের ২৩ মে এক লাখ ইয়াবা নিয়ে আবারও গ্রেফতার হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রয়েছে অনেক মামলা।
ঘটনা জানতে শাহ আজমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।