জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার তার বাসার সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। আজ বিকেলে আদালতে হাজির করা হলে, ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা শওকতকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। তবে আদালত রিমান্ডের বিষয়ে শুনানি না করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড সংক্রান্ত শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, মামলার মূল নথি সেদিন আদালতে উপস্থিত না থাকায় রিমান্ডের শুনানি সম্ভব হয়নি। ডিবি পুলিশ জানায়, একই মামলায় আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, শওকত মাহমুদ এনায়েত করিম চৌধুরী ও অজ্ঞাত অন্যান্য আসামির সঙ্গে যোগসাজশে দেশের অখণ্ডতা ও জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করেছেন। এছাড়া বর্তমান সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপনে সভা ও পরামর্শ করেছেন।